বিস্মরণ

সেই যে পথের অন্য মনের বাঁকে
হারিয়ে গেছে চুলের কাঁটা , বেণী
স্মৃতির পাতা হাতড়ে দেখি নেই
সে সব দিন, কেউ মনে রাখেনি ৷
চিঠির প্রতি অক্ষরে আছে মন ,
চোখের পলক স্থির হয়ে আছে যেন,
যে কথা ছিল তোমায় বলার শুধু ,
সে সব কথা আবার তুলছো কেন ?
চড়ুই পাখির মতো'ই ঘর-বাঁধা ,
নিত্যদিনের খুঁটে-খাওয়া সংসার ,
সুতানুটির গ্রাম হয়েছে শহর,
আমরা দুজনে বদলাইনি তো আর ৷
শব্দ-ছকে গাঁথা কথার রাশি ,
সাজিয়ে রাখি এই চিঠির মাঝে ,
তোমার সাথে না-দেখার সব ব্যথা,
পৌঁছে যাবে ঠিক তোমারই কাছে ৷
সুখ-দুঃখ দুদিনের সাথী সব ,
তোমার-আমার মনের মাঝে পথ ,
আমাদের মাঝে যা-কিছু ব্যবধান
মুছে দেবে ঠিক আগামী ভবিষ্যত ৷
নিলামে বিকোনো আমাদের ভালোবাসা ,
না-দেখা ভাবনা, অনুভব, কথারাশি ,
নিত্যদিনের না-পাওয়ার যন্ত্রণা ,
তবুও বলবো তোমাকেই ভালোবাসি ৷






7 comments:
সুমো...ভীষণ ভীষণ ভালো লাগল। প্রাণ ছুঁয়ে গেল। মন বলছে আরো চাই। অনেক বেশি করে। পাবো কি? বেশি লিখুন, ভাল লিখুন,আর খুব ভাল থাকুন, ভগবানের কাছে এই প্রার্থনা...
আপনার লেখার হাত আছে একথা স্বীকার করতে আমার কোন দ্বিধা নেই। সত্যিই মন ছুঁয়ে যায়।
আপনি যে ভাল লেখেন সে ব্যপারে কোন সন্দেহ নেই,আর আপনি যে আমার লেখা পড়েছেন কষ্ট করে তার জন্যে অনেক অনেক ধন্যবাদ আপনাকে,তবে লেখাগুলি তারিখ অনুপাতে সাজাচ্ছিলাম,যাতে কবেকার লেখা তা বোঝা যায়,আপনিও ভাল থাকবেন।
Nice writing skill. I appreciate with your poem.
Kobita ta pora Onak Valo Laglo.Online A Radio Shunta Click Korun: http://radiovoice24.com/
Sundor Hoyeche ....
Tender And Consulting Oppotunities in Bangladesh
আমাদের দেশ হল নদী প্রধান। সেই কারনে আমাদের প্রিয় খাবার মাছ। মাছ ছাড়া আমাদের চলেই না। কিন্তু আজ কাল তাজা মাছ পাওয়া যায় না। সবাই অনেক সময় তাজা বা টাটকা এবং ফরমালিন মুক্ত মাছ খোঁজ করেন। ফরমালিন মুক্ত মাছ, তাজা সামুদ্রিক মাছ, গলদা চিংড়ি, চিংড়ি, তাজা জল-মাছ, কাঁকড়া, ইত্যাদি দরণের মাছ খোঁজ পেতে পারেন। তাহলে ভিজিট করুন freshfishbd.
Post a Comment