Jun 29, 2007

শান্তি

আকাশে আজ অচেনা,
আলোর মিলেছে ঠিকানা;
মানুষের প্রাণে
সে আলোর গানে...
মুছে দিতে হবে সীমানা।

মি এই শুধু জানি,
শুনি প্রতিবাদ ধ্বনি;
এ শরীরে প্রাণে
স্ফুরিত যে আজ...
প্রতিটি শিরা ও ধমনী।

আজ পৃথিবীর নিঃশ্বাসে,
সন্ত্রাসী-বিষ বাতাসে;
শুধু হিংসা
আর যুদ্ধেরই...
শোনো আহ্বান ঐ আসে।

তুচ্ছ করে সে বেদনা,
জাগাতেই হবে চেতনা;
সযতনে রেখে
মানুষের মনে...
মৃত-শহীদের প্রেরণা।

Jun 23, 2007

ভূমিশোণিত



ক্ষেত-মাঠ-পুকুর ছাড়িয়ে কৃষক,
আগামী শ্রমিক জীবনে চলো;
মাটি ও ফসলের স্মৃতিবেদনাকে,
লড়াই হাতিয়ার করে তোল।

বিক্ষোভশাণিত ক্রুদ্ধকণ্ঠ,
হবে গণপ্রতিবাদে মুখর;
বন্ধ কারখানা, ভূমিহীন-দল...
গোপন অনাহারে জর্জ্জর।

শোষণ-বঞ্চনা, ছায়ানিরাশার...
প্রতিটি নীরব দুঃখ-পলে;
উদিত সংগ্রামীস্বপ্নেরা যেন,
শপথ সূর্য্যের তাপে জ্বলে।

বিশেষাঞ্চলে,... আর্থসামাজিক
স্বপ্নপূরণের দাবী রেখো;
শ্রেণীবন্ধু আজ ঘোষণাপত্র,
ভূমিজ শোণিতে রাঙিয়ে লেখো।


Jun 20, 2007

আঞ্চলিক সংবাদ




অবচেতনের জলশাড়িতে জ্যোৎস্নাজরি নকশা,
সে মেয়েটির দুচোখ ভরা স্বপ্ন-আশা-ভরসা।

অন্তরের শ্রাবণী-জলসায় বাজে বৃষ্টিনুপুর,
চকিত'খেয়ালী হাসি ঝরায় সহস্র কোহিনুর।

নষ্টপুরনো ছেঁড়াকাগজের কাহিনীর উন্মেষ,
অতীত'দহনে অস্তিত্বের বেদনাধূসর রেশ।

বিবেকবিহীন হীন'নীচতায় বিক্রীত সম্মান,
"আরো চাই''-প্রতিযোগীতায় অঝোর-শোণিতস্নান।

মুল্যবোধের ধ্বংস'শমনে জবাবী দস্তখত,
নৈরাশ্যের অতল গহনে নিহিত ভবিষ্যত।

শিকারের খোঁজে নরপিশাচের শ্বাপদ-পদধ্বনি,
গলিত-হিংস্র বাসনা মনের; বিকৃত অগ্রণী।

অব্যক্ত যন্ত্রণার মাঝে পরাজিত প্রতিঘাত,
একলা মেয়ের নিথর শরীরে নিশ্চুপ হিমপাত।

আঞ্চলিক শেষ-সংবাদে শোকস্তব্ধ প্রহর,
আপনজনের নিরুপায়-ক্রোধে ব্যথার শীলমোহর।

গতানুগতিক রোজের খবরে মৃত্যুর সংকেত,
স্থিতিস্থাপক অতিবর্ত্তনে উষর জীবনক্ষেত।

পিছুডাক ছিল (শাসনের রাশ), "জলদি বাড়ি আসিস'',
আসেনি সে ফিরে,লাঞ্ছিতা-লাশ;ধানক্ষেতে বেওয়ারিশ।

ঘরে'সমাজে প্রতিদিন-যাপনা, তবুও ছলচাতুরী;
দিনপঞ্জীতে স্মৃতিরোদকণা আজও খেলে লুকোচুরি।

Jun 18, 2007

অবনমন


স্বার্থের পথযাত্রী, মুখোশের সমাবেশে;
অনাবশ্যক প্রশ্ন, ভাবনা অর্থহীন...
ধাবিত প্রতিষ্ঠাকামী অজানিত উদ্দেশে,
শেষ আত্মসম্মান বিক্রীত পরাধীন।

অব্যক্ত আকাঙ্ক্ষার কুণ্ঠিত পদচারণা,
অপরিগ্রহ বিতাড়িত আত্মিক অবনমনে;
বিষবৃক্ষের অঙ্কুরে আজ, না-পাওয়ার যন্ত্রণা...
সঞ্চিত আশা-অবশেষ শুভচেতনার স্ফুরণে।

বাতিস্তম্ভের আলোয় নিশাচর-পাখা ঝলকিত,
ঘড়িকাঁটা চলে অবিরাম, জ্যোৎস্নার অনুসরণে;
আগত দিনের আশা দূর-দিগন্তে বিস্তৃত...
দিনবদলের পালা, সময়ের পরিবর্তনে।

যুগান্তের সহযাত্রীর অধিকার-প্রত্যাশা,
উষর-তৃষিত ওষ্ঠে অমৃত-আস্বাদ;
বঞ্চিত-প্রতিবাদী মনে অনুপ্রাণিত ভাষা,
অস্তিত্বের আদালতে স্বতন্ত্র ফরিয়াদ।

স্বপ্নের পরিদৃশ্যের সৌপ্তিক সীমানায়,
স্থিত বাস্তবতার পারিপার্শ্বিক বেদনা;
মেঘমল্লার-ধ্বনি মন্দ্রিত প্রাণবীণায়,
নিরাশার মাঝে জাগে মহাজীবনের কামনা।

আলোকবর্ষ দূরের সমাহিত নীহারিকায়,
মহাজাগতিক-উন্মেষ, অনন্ত চির-আদিম;
প্রাণসৃষ্টির মোহে ঐন্দ্রিক মাদকতায়...
সেই বাঁচার প্রেরণা নিয়ত অন্তরীণ।

Jun 4, 2007

পথ বন্ধু


রোজ সকালের কুয়াশা জড়ানো,
নিঝুম শহর পথে...
ফুটপাথ বাসী কত জীবনের
সংগ্রামী হাত ওঠে ।

দিন প্রতিদিন ক্ষুধার তাড়না,
লড়ে যায় দেহ-মন...
সারাদিন কাজ, ক্লান্ত শরীর,
খেটে খাওয়া ভাই বোন ।

শহরের পথে রোজ তোমাদের,
যুদ্ধের তোড়জোর...
তোমাদেরই ঘামে আসে দৈনিক,
রক্তে রাঙ্গানো ভোর ।

আজ কথা নেই



আমার কথা আর কোনদিন শুনো,
যেদিন রাতে থাকবে স্মৃতিরা জেগে...
নীলচে আলো দিগন্ত জুড়ে ভাসে,
রাতপাখিদের ডানায় কুয়াশা মেখে।

যে অনুরোধ আজ সাধ্যের বাইরে,
সে প্রতিশ্রুতির দাবী, কেন তবে আজ ?
থাক না কিছু, নিত্য চাওয়ার ঊর্দ্ধে...

কিছু স্বপ্ন, চোখে মায়াকাজলের সাজ।

আমায় ছোঁয়া যায় না কোনদিন,
আশার অন্য প্রান্তে দাঁড়িয়ে আমি...
মনের নাগাল, যেখানে সীমাহীন,
যেখানে চাওয়া, ...পাওয়ার চেয়ে দামী।

বন্ধনের সাধ্য নেই যে আমার,
নিঃস্ব আমার এ মন চিরকাল...
হিমআয়নাতে আলোর আসা-যাওয়া,
আজ নেই মনে, সময়-তারিখ-সাল।

সেদিন বলবো, আমার জমানো কথা,
যা কিছু দুঃখ-সুখের ইতিহাস...
উজাড় হয়ে, আপনি বইবে স্রোত,
আজ এই আগামী কিছু আভাস।

Jun 3, 2007

সময়ান্তর



প্রতি মুহুর্ত-ক্ষণে স্ফুলিঙ্গ সম গতি,
অবচেতনে নিহিত প্রেরণা অনির্বাণ...
পার্থিব এই প্রাণ-সার্থকতার লক্ষে,
মানব ও মানবীর অজানিত অভিযান।

প্রতিযোগীতায় শ্রান্ত সর্বংসহা ধরণী,
ধ্বংস-শমন প্রেরিত মানুষের ঠিকানায়...
চেতনা-রহিত স্রোতে ধাবিত সমাজতরণী,
বিবেকের খোঁজ জারী, আজ স্বার্থ-সীমানায়।

ক্ষণিকের মোহে আসে দূরাগত হাতছানি,
সেই অজানা ইশারা উল্কার আলো মেশা...
তবু শান্ত-স্তিমিত জীবনরসের ধারায়,
প্রতিদিন যাপনের সুখস্বপ্নের অন্বেষা।

ঝরা-শিউলির মতো স্নিগ্ধ করুণ প্রাণ,
মহাকালের নিয়মে বাঁধা নিষ্ঠুর বন্ধনে...
প্রলয়ের বেগে চলে অস্তিত্বের সংগ্রাম,
তবু হৃদয় ব্যাকুল অপর হৃদয়ের সন্ধানে।

রাতপাখিদের ডানার নিশ্চুপ ওঠা-নামায়,
মৃদু জ্যোৎস্না-আলো, কোন অপরূপ মায়াময়...
আগত-দিনের আশা জাগরিত প্রত্যয়ে,
শাশ্বত প্রেম আহরণে স্থির মৃত্যুর পরাজয়।

স্বপ্নেরা



জাগরিত মনে ব্যথিত নিভৃত চেতনে,
যে স্মৃতির ছবি অম্লান হয়ে আছে;
তন্দ্রা সেখানে মেঘনীল রঙে আঁকা,
স্বপ্নকুয়াশা ছড়ায় প্রাণের মাঝে।

শুধু প্রতিবাদহীন নিস্পৃহ দ্রুতগতি,
জীবনের কাল-স্রোত প্রবাহের টানে;
তবু স্বপ্নেরা জানে বিদ্রোহ করা উচিত,
সোচ্চার হয়ে বেদনায় অভিমানে।

দ্বিধাহীন চোখে অতীতকে ফিরে দেখা,
অজানায় রেখে ভবিষ্যতের আশা;
বাসায় ফিরতি ক্লান্ত পাখির ডানায়,
দিন মুছে দেওয়া স্বপ্নের প্রত্যাশা।

বহু সহস্র আলোকবর্ষ দূরের,
নীহারিকা ছুঁয়ে স্বপ্ন-ইশারা আসে;
এই পৃথিবীর দিগন্তসীমা ছাড়িয়ে,
সেই ইঙ্গিত মিশে যায় নিঃশ্বাসে।

শহরে গ্রামে যেখানে মানুষ আছে,
শাশ্বত সেই ভালোবাসার সন্ধানে;
স্বপ্ন সেখানে সংগ্রামী হাতিয়ার,
হতাশার বুকে মরণ-আঘাত হানে।

জীবন যখন জীবনকে ছুঁতে চায়,
একাকীত্বের যন্ত্রণা দূরে ফেলে;
চেতনার সাথে অনুভবে ভেসে যায়,
মনের আকাশে স্বপ্নের পাখা মেলে।

তোমার স্মৃতি


পান্নাসবুজ ঘাসের মাঠে
আলোর পিছু ছায়া,
রাতের জমা আয়নাশিশির কণা...
সবকিছুতে ছড়িয়ে আছে
তোমার স্মৃতিমায়া,
রাতনিঝুমে স্বপ্নের আনাগোনা।


মনপথিকের চলার শুরু
জোনাকিজ্বলা পথে,
জ্যোৎস্নাপিয়াসী চাতক পাখি হয়ে...
অজানা কোন চেতনস্পর্শে
মেঘের সাথে সাথে,
তোমার যাওয়ার দুঃখ বুকে সয়ে।


নিশ্চুপে কথার সুতো-বোনা
তোমার কাছেই শেখা,
নীরব কোন ভাবনার উন্মেষে...
আকাশনীলে মন হারিয়ে
আমার অপেক্ষা,
এ কথা শুধু তোমারই উদ্দেশে।