Jul 27, 2007

তবুও ওরা আছে


.
বস্তুহীনতার অবধারিত প্রসারণ...
আক্রান্ত ফুসফুসের গভীরে মারণব্যাধি।
চলন্ত-রেলগাড়ির জানলার ফ্রেমে,
ধুসর-সবুজ মেঠো রাস্তায়;
উদ্বাস্তু পরিযায়ী-প্রাণস্রোত...
আজও থেমে যায়নি।
.
অসংখ্য চাঁদের প্রতিবিম্বিত ছায়া,
মহাপুরুষের ক্ষতবিক্ষত দেহ-সরণীতে;
হঠাৎ-বৃষ্টিতে জমে থাকা জলে।
.
কর্মব্যস্ত পার্শ্বপথের এককোণে;
কুন্ডলিত শ্বাপদদেহের সান্নিধ্যে,
অনাবৃত মানবজীবন।
প্রতিপলে, অচেনার হাত-ফিরতি দেহের
নির্লিপ্ত-নিরাশ, যন্ত্রণাদীর্ণ,
উদাসীন আত্মসমর্পণ।
.
নীহারিকা সহ আবর্তিত মহাবিশ্বের মত,
কার্য-কারণ চক্রে প্রতিরোধহীন...
দাঁড়িপাল্লা-হাতে, চোখ-বাঁধা মেয়ের
নিরুপায়-নীরব মনে;
হয়তো বধিরতাও প্রার্থিত হয়।
.

.
বহুতলের উচ্চতা অতিক্রান্ত,
নিরাপদ নাগরিক-আবাসনে...
অবারিত-গতি সরিসৃপের প্রচেষ্টায়,
জীবন-জ্যামিতির বহু চেনা-উপপাদ্যের;
অতি-সরলীকৃত সস্তা-সহজ সমাধান।
.
জোড়হস্ত জননেতার দৃষ্টিতে,
তীর্থঙ্করের মহান অপরিগ্রহ;
অধিকৃত চেতনায় দৃঢ়-আসীন মীরজাফর।
পেশাদার জীবন-কারবারির বাসনায়
আলেয়ার মোহ,অবচেতনায়...
শ্বাসরুদ্ধ-করা মৃতদেহ,
পরিচয়হীন আপন-পর।
.
বিবর্ণ দেওয়ালের গায়ে,
স্থিরচিত্রে ঝুলন্ত, কিছু সুতোগাঁথা-ফুল;
আর...বর্ষা-ভাসা পথে দুলতে থাকা,
কাগজনৌকো-ভরা একরাশ প্রতিশ্রুতি।
.
বিবেকহীনতায় বোধশক্তি লুপ্তপ্রায়...
হয়তো ভাঙ্গা-জোড়া চীনাপাত্রের শরীরে,
থেকে-যাওয়া দাগের মতন;
সে সব আজও আছে।
.
বিস্মৃত যুগের জীবাশ্ম সংরক্ষিত হয়...
ঝুলন-দোলায় দোলে যুগল,
শঙ্খধ্বনিতে সকাল-সাঁঝে।
.

.
ব্যাকুল চাহনির ফিরে দেখা,
সেই বৈচিত্রহীনতা;
সমাজগতির নিয়মে চলা, রাত্রি-দিন।
.
মেহফিলের এস্রাজের মূর্ছনায়,
ঝাড়বাতির কাঁপা-আলোয়;
সুর-লাঞ্ছনায়, চপল'চটুল নিক্কণে...
অর্থমূল্যের, গতানুগতিক আবহমানতায়;
প্লাবিত অন্তরা, সঞ্চারী।
.
প্রবৃত্তি-নিরসনের অপেক্ষায়,
বাসনা-উন্মত্ত প্রথম পুরুষের
শতাব্দী-আদিম ঋণ।
.
প্রাতিষ্ঠানিক অভ্যর্থনায় সজ্জিত,
বিমূর্তচিত্রের অতিপ্রাকৃত দেহাবয়ব;
প্রতীক্ষমান দর্শকের বোধহীন বিমুখতা,
শুধু ব্যাক্তিগত জীবনবোধের,
রূপকল্পিত চিত্র-উপলব্ধির প্রেরণা।
.
পরিব্রাজক-শ্রমজীবীর পদচারণা,
অন্ন-সংস্থানের প্রয়োজনে;
বহু যুগ'যুগান্তরে, অনন্তগামী...
নিরবধি প্রবাহমান।

Jul 24, 2007

স্থবিরতা



জমাট-বাঁধা জীবন'চেতনার নিজ গতি,
নিশাচর-ডানার নিশ্চুপ সঞ্চালন...

একটানা উৎকন্ঠিত, অথচ অনির্দিষ্ট।

স্থিতিস্থাপক জিঘাংসার সঞ্চারমান ছায়া;
নিরাশার হ্রাসবৃদ্ধি...নারকেল'পাতার ফাঁকে,
ডোরাকাটা জ্যোৎস্নার মতন;
মায়াঘেরা অথচ শ্রীহীন।

তবুও শেষ আসেনি...
আগাছা'ভরা একফালি ঊষর জীবনক্ষেত।
সংস্কারহীন স্থাপত্যদেহ, পলেস্তরা-খসা;
নোনা'ধরা ইঁটগাঁথনির একদা বাসস্থান।

ঘষাকাঁচের ওপারের আবছা অস্পষ্টতা...
আজ, অসংলগ্নতা চিরসঙ্গী আর পরম'বন্ধু।
প্রচেষ্টা চলে, কোন গভীর নিভৃতে;
কিন্তু ঐ যে পরম'বন্ধু...
সেলাই'ছেঁড়া এলোমেলো পাতার মতন,
চিন্তাগুলিকে আবার বিছিয়ে দেয়;
সাগর'বালিতে ছড়ানো একরাশ ঝিনুক।

.

.
ঘরে-জমা ঝাঁপি'ভরা সদ্য'অচল পয়সা,
এখানে-ওখানে যতো স্মৃতিসঞ্চিত ঘটনা;
আজ মূল্যহীন, তবু উপস্থিতি জানান দেয়।
.
দরমা-দেওয়ালের বুনটের ফাঁকে,
পরিস্রুত রোদ'চাকতির ঘোরাফেরা...
এদিকে-ওদিকে, মেঝেতে, আসবাবে।
কিছুতেই যায়না ওরা, পিছু নেয়...
দেহহীন অথচ স্বার্থপর।
.
অস্তিত্বের প্রয়োজনেই ওদের চকিত-আসা,
মাঠ'চরা পশুর পাশে হেঁটে-যাওয়া বক...
সতর্ক-নজরে খোঁজে অনুভব-কীট।
.
আরাম'কেদারা আঁকড়ে বসে-থাকা,
বিকেল-গোধুলি পার করে দিয়ে।
আবাসন-ব্যবসায়ীর হাতুড়ি'আঘাতে,
আধভাঙ্গা, নিরালা-গৃহকোণে...
শেষ আসার প্রতীক্ষা।