Jan 27, 2008

বিস্মরণসেই যে পথের অন্য মনের বাঁকে
হারিয়ে গেছে চুলের কাঁটা
, বেণী
স্মৃতির পাতা হাতড়ে দেখি নেই
সে সব দিন
, কেউ মনে রাখেনি

.

চিঠির প্রতি অক্ষরে আছে মন ,
চোখের পলক স্থির হয়ে আছে যেন
,
যে কথা ছিল তোমায় বলার শুধু
,
সে সব কথা আবার তুলছো কেন
?

.

চড়ুই পাখির মতো'ই ঘর-বাঁধা ,
নিত্যদিনের খুঁটে-খাওয়া সংসার
,
সুতানুটির গ্রাম হয়েছে শহর
,
আমরা দুজনে বদলাইনি তো আর ৷

.

শব্দ-ছকে গাঁথা কথার রাশি ,
সাজিয়ে রাখি এই চিঠির মাঝে
,
তোমার সাথে না-দেখার সব ব্যথা
,
পৌঁছে যাবে ঠিক তোমারই কাছে ৷

.

সুখ-দুঃখ দুদিনের সাথী সব ,
তোমার-আমার মনের মাঝে পথ
,
আমাদের মাঝে যা-কিছু ব্যবধান
মুছে দেবে ঠিক আগামী ভবিষ্যত ৷

.

নিলামে বিকোনো আমাদের ভালোবাসা ,
না-দেখা ভাবনা
, অনুভব, কথারাশি ,
নিত্যদিনের না-পাওয়ার যন্ত্রণা
,
তবুও বলবো তোমাকেই ভালোবাসি ৷