Jun 4, 2007

আজ কথা নেই



আমার কথা আর কোনদিন শুনো,
যেদিন রাতে থাকবে স্মৃতিরা জেগে...
নীলচে আলো দিগন্ত জুড়ে ভাসে,
রাতপাখিদের ডানায় কুয়াশা মেখে।

যে অনুরোধ আজ সাধ্যের বাইরে,
সে প্রতিশ্রুতির দাবী, কেন তবে আজ ?
থাক না কিছু, নিত্য চাওয়ার ঊর্দ্ধে...

কিছু স্বপ্ন, চোখে মায়াকাজলের সাজ।

আমায় ছোঁয়া যায় না কোনদিন,
আশার অন্য প্রান্তে দাঁড়িয়ে আমি...
মনের নাগাল, যেখানে সীমাহীন,
যেখানে চাওয়া, ...পাওয়ার চেয়ে দামী।

বন্ধনের সাধ্য নেই যে আমার,
নিঃস্ব আমার এ মন চিরকাল...
হিমআয়নাতে আলোর আসা-যাওয়া,
আজ নেই মনে, সময়-তারিখ-সাল।

সেদিন বলবো, আমার জমানো কথা,
যা কিছু দুঃখ-সুখের ইতিহাস...
উজাড় হয়ে, আপনি বইবে স্রোত,
আজ এই আগামী কিছু আভাস।

2 comments:

Unknown said...

madhushree,
khub khub bhaal legechhe.aamaaro mukhe aar kathaa nei. emani karei egiye Jaao ei aashaa kari.shubhechchhaa raila.
nimaadi

মধুশ্রী said...

নিমাদি, ব্লগে স্বাগাত জানাই ।
কবিতা আপনার ভালো লেগেছে জেনে, আমার নিজেরও খুব ভালো লাগছে। অনেক ধন্যবাদ ।