Jun 3, 2007

সময়ান্তর



প্রতি মুহুর্ত-ক্ষণে স্ফুলিঙ্গ সম গতি,
অবচেতনে নিহিত প্রেরণা অনির্বাণ...
পার্থিব এই প্রাণ-সার্থকতার লক্ষে,
মানব ও মানবীর অজানিত অভিযান।

প্রতিযোগীতায় শ্রান্ত সর্বংসহা ধরণী,
ধ্বংস-শমন প্রেরিত মানুষের ঠিকানায়...
চেতনা-রহিত স্রোতে ধাবিত সমাজতরণী,
বিবেকের খোঁজ জারী, আজ স্বার্থ-সীমানায়।

ক্ষণিকের মোহে আসে দূরাগত হাতছানি,
সেই অজানা ইশারা উল্কার আলো মেশা...
তবু শান্ত-স্তিমিত জীবনরসের ধারায়,
প্রতিদিন যাপনের সুখস্বপ্নের অন্বেষা।

ঝরা-শিউলির মতো স্নিগ্ধ করুণ প্রাণ,
মহাকালের নিয়মে বাঁধা নিষ্ঠুর বন্ধনে...
প্রলয়ের বেগে চলে অস্তিত্বের সংগ্রাম,
তবু হৃদয় ব্যাকুল অপর হৃদয়ের সন্ধানে।

রাতপাখিদের ডানার নিশ্চুপ ওঠা-নামায়,
মৃদু জ্যোৎস্না-আলো, কোন অপরূপ মায়াময়...
আগত-দিনের আশা জাগরিত প্রত্যয়ে,
শাশ্বত প্রেম আহরণে স্থির মৃত্যুর পরাজয়।

2 comments:

Unknown said...

madhushree,
aaappuurraabbaa.
nimaadi

মধুশ্রী said...

নিমাদি, ব্লগে স্বাগত জানাই।
আপনি আমার ব্লগে প্রথম অতিথি, যিনি কোন মন্তব্য পোস্ট করেছেন।
অনেক ধন্যবাদ।