Jul 27, 2007

তবুও ওরা আছে


.
বস্তুহীনতার অবধারিত প্রসারণ...
আক্রান্ত ফুসফুসের গভীরে মারণব্যাধি।
চলন্ত-রেলগাড়ির জানলার ফ্রেমে,
ধুসর-সবুজ মেঠো রাস্তায়;
উদ্বাস্তু পরিযায়ী-প্রাণস্রোত...
আজও থেমে যায়নি।
.
অসংখ্য চাঁদের প্রতিবিম্বিত ছায়া,
মহাপুরুষের ক্ষতবিক্ষত দেহ-সরণীতে;
হঠাৎ-বৃষ্টিতে জমে থাকা জলে।
.
কর্মব্যস্ত পার্শ্বপথের এককোণে;
কুন্ডলিত শ্বাপদদেহের সান্নিধ্যে,
অনাবৃত মানবজীবন।
প্রতিপলে, অচেনার হাত-ফিরতি দেহের
নির্লিপ্ত-নিরাশ, যন্ত্রণাদীর্ণ,
উদাসীন আত্মসমর্পণ।
.
নীহারিকা সহ আবর্তিত মহাবিশ্বের মত,
কার্য-কারণ চক্রে প্রতিরোধহীন...
দাঁড়িপাল্লা-হাতে, চোখ-বাঁধা মেয়ের
নিরুপায়-নীরব মনে;
হয়তো বধিরতাও প্রার্থিত হয়।
.

.
বহুতলের উচ্চতা অতিক্রান্ত,
নিরাপদ নাগরিক-আবাসনে...
অবারিত-গতি সরিসৃপের প্রচেষ্টায়,
জীবন-জ্যামিতির বহু চেনা-উপপাদ্যের;
অতি-সরলীকৃত সস্তা-সহজ সমাধান।
.
জোড়হস্ত জননেতার দৃষ্টিতে,
তীর্থঙ্করের মহান অপরিগ্রহ;
অধিকৃত চেতনায় দৃঢ়-আসীন মীরজাফর।
পেশাদার জীবন-কারবারির বাসনায়
আলেয়ার মোহ,অবচেতনায়...
শ্বাসরুদ্ধ-করা মৃতদেহ,
পরিচয়হীন আপন-পর।
.
বিবর্ণ দেওয়ালের গায়ে,
স্থিরচিত্রে ঝুলন্ত, কিছু সুতোগাঁথা-ফুল;
আর...বর্ষা-ভাসা পথে দুলতে থাকা,
কাগজনৌকো-ভরা একরাশ প্রতিশ্রুতি।
.
বিবেকহীনতায় বোধশক্তি লুপ্তপ্রায়...
হয়তো ভাঙ্গা-জোড়া চীনাপাত্রের শরীরে,
থেকে-যাওয়া দাগের মতন;
সে সব আজও আছে।
.
বিস্মৃত যুগের জীবাশ্ম সংরক্ষিত হয়...
ঝুলন-দোলায় দোলে যুগল,
শঙ্খধ্বনিতে সকাল-সাঁঝে।
.

.
ব্যাকুল চাহনির ফিরে দেখা,
সেই বৈচিত্রহীনতা;
সমাজগতির নিয়মে চলা, রাত্রি-দিন।
.
মেহফিলের এস্রাজের মূর্ছনায়,
ঝাড়বাতির কাঁপা-আলোয়;
সুর-লাঞ্ছনায়, চপল'চটুল নিক্কণে...
অর্থমূল্যের, গতানুগতিক আবহমানতায়;
প্লাবিত অন্তরা, সঞ্চারী।
.
প্রবৃত্তি-নিরসনের অপেক্ষায়,
বাসনা-উন্মত্ত প্রথম পুরুষের
শতাব্দী-আদিম ঋণ।
.
প্রাতিষ্ঠানিক অভ্যর্থনায় সজ্জিত,
বিমূর্তচিত্রের অতিপ্রাকৃত দেহাবয়ব;
প্রতীক্ষমান দর্শকের বোধহীন বিমুখতা,
শুধু ব্যাক্তিগত জীবনবোধের,
রূপকল্পিত চিত্র-উপলব্ধির প্রেরণা।
.
পরিব্রাজক-শ্রমজীবীর পদচারণা,
অন্ন-সংস্থানের প্রয়োজনে;
বহু যুগ'যুগান্তরে, অনন্তগামী...
নিরবধি প্রবাহমান।

16 comments:

Anonymous said...

মারাত্মক এক্তা কবিতা, অনেক দিন এমন কবিতা পরি নাই... ধন্যবাদ আপনাকে। এবং এরকম আরো কবিতা চাই।

মধুশ্রী said...

আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাই।
আপনার পরিচয় পেলে, ভালো লাগতো।

. said...

আরেকদিন চুপিসারে পড়ে গেছি, আজ ভালো লাগাটুকু জানিয়ে যাই! খুব ভালো লাগলো আপনার লেখা।

মধুশ্রী said...

প্রথমে আদাব ও নমস্কার জানাই।
আমার লেখা আপনার ভালো লেগেছে জেনে, খুব খুশি হয়েছি। আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাই।
আপনার লেখা পড়েছি। এই ব্লগে এবং সচলায়তনে।
খুব সুন্দর, প্রাণবন্ত লেখা।
শুভেচ্ছা নেবেন।

Anonymous said...

আপনার ব্লগটি পড়লাম। কবিতাগুলো খুব চমৎকার। আমার ব্লগটি আপনার ব্লগ রোল/লিঙ্ক লিস্টে যোগ করলে কৃতজ্ঞ থাকব।
http://gmedia.net.ms
এটি ব্লগস্পট-এ লেখা হলেও আমি নিজের পছন্দের এই ডোমেইন নেম ব্যাবহার করি।
ধন্যবাদ।
ওয়াহিদ রুম্মন।

মধুশ্রী said...
This comment has been removed by the author.
মধুশ্রী said...

আপনাকেও ধন্যবাদ জানাই।
আপনার ব্লগটি পড়লুম। বেশ ভালো লাগলো।
সাংবাদিকতার বিষয়ে উপকারী, তথ্যসমৃদ্ধ লেখা।
আপনার ব্লগটি , ব্লগ্‌তালিকায় যুক্ত করলুম...ব্লগস্পট-ঠিকানা অনুযায়ী।

Anonymous said...

মধুশ্রী, জেনে খুবই ভালো লাগলো যে, আপনি আমার ব্লগটিকে আপনার ব্লগ তালিকায় যুক্ত করেছেন। কিন্তু আমার ব্লগের এড্ড্রেসটি আমার পছন্দ না হওয়ায় আবার আমি সেটিকে পরিবর্তন করেছি। একটু কষ্ট করে যদি আমার ব্লগের এড্ড্রেসটি যদি আপনি আপানার ব্লগের তালিকায় সংশোধন করতেন, তবে কৃতজ্ঞ থাকব। আমার ব্লগের এখনকার এড্ড্রেসটি হলো waheedrummon.blogspot.com

আপনাকে আনেক ধন্যবাদ এবং আরো নতুন লেখার আশায় রইলাম।

ওয়াহিদ রুম্মন

মধুশ্রী said...

ওয়াহিদ,
আপনার ব্লগের (গ্লোবাল মিডিয়া) ঠিকানা বদলে দিয়ে, নতুন ঠিকানা দিয়ে দিলুম ।
আপনার ব্লগটি সত্যিই খুব উপকারী তথ্যে ভরা । মাল্টি-মেসেঞ্জার প্লাগ-ইনার আমিও খোঁজ করছিলুম, আপনার ব্লগ পড়ে সেই খোঁজ পেয়ে গেলুম । অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন । শুভেচ্ছা নেবেন ।

rummon said...

মধুশ্রী, আমার ব্লগ এর ঠিকানা বদলের জন্য ধন্যবাদ। আমার লেখা কাজে লেগেছে জেনে খুশী হলাম। আপনাকেও শুভেচ্ছা।
http://waheedrummon.blogspot.com

Anonymous said...

apnar lekhaguli joto porchi totoii mugdhota barche

তমসো দীপ said...

অসাধারণ!

মোহাম্মদ আশরাফ said...

Valo Laglo.

Unknown said...

valo hoyeche..

Tender And Consulting Oppotunities in Bangladesh

litonhasan said...

আপনি কি সামুদ্রিক মাছ, গলদা চিংড়ি, চিংড়ি, তাজা জল-মাছ, কাঁকড়া, ইত্যাদি তাজা বা টাটকা এবং ফ্রমালিন মুক্ত মাছ খোঁজ করছে? তাজা বা টাটকা এবং ফ্রমালিন মুক্ত মাছ খোঁজে পেতে পারেন এখানে freshfishbd.

Amit Mandal said...

আপনি খুব ভালো কবিতা লেখেন। খুব ভালো লাগলো পড়ে।
আপনার মতো আমি ও টুকটাক লেখালেখি করি। যেমন - ভূতের গল্প , সামাজিক গল্প ।
ভয়ঙ্কর ভূতের গল্প পড়ার জন্য আমার ওয়েবসাইট টি ঘুরে দেখতে পারেন।