Jun 3, 2007

স্বপ্নেরা



জাগরিত মনে ব্যথিত নিভৃত চেতনে,
যে স্মৃতির ছবি অম্লান হয়ে আছে;
তন্দ্রা সেখানে মেঘনীল রঙে আঁকা,
স্বপ্নকুয়াশা ছড়ায় প্রাণের মাঝে।

শুধু প্রতিবাদহীন নিস্পৃহ দ্রুতগতি,
জীবনের কাল-স্রোত প্রবাহের টানে;
তবু স্বপ্নেরা জানে বিদ্রোহ করা উচিত,
সোচ্চার হয়ে বেদনায় অভিমানে।

দ্বিধাহীন চোখে অতীতকে ফিরে দেখা,
অজানায় রেখে ভবিষ্যতের আশা;
বাসায় ফিরতি ক্লান্ত পাখির ডানায়,
দিন মুছে দেওয়া স্বপ্নের প্রত্যাশা।

বহু সহস্র আলোকবর্ষ দূরের,
নীহারিকা ছুঁয়ে স্বপ্ন-ইশারা আসে;
এই পৃথিবীর দিগন্তসীমা ছাড়িয়ে,
সেই ইঙ্গিত মিশে যায় নিঃশ্বাসে।

শহরে গ্রামে যেখানে মানুষ আছে,
শাশ্বত সেই ভালোবাসার সন্ধানে;
স্বপ্ন সেখানে সংগ্রামী হাতিয়ার,
হতাশার বুকে মরণ-আঘাত হানে।

জীবন যখন জীবনকে ছুঁতে চায়,
একাকীত্বের যন্ত্রণা দূরে ফেলে;
চেতনার সাথে অনুভবে ভেসে যায়,
মনের আকাশে স্বপ্নের পাখা মেলে।

No comments: