তোমার স্মৃতি
পান্নাসবুজ ঘাসের মাঠে
আলোর পিছু ছায়া,
রাতের জমা আয়নাশিশির কণা...
সবকিছুতে ছড়িয়ে আছে
তোমার স্মৃতিমায়া,
রাতনিঝুমে স্বপ্নের আনাগোনা।
মনপথিকের চলার শুরু
জোনাকিজ্বলা পথে,
জ্যোৎস্নাপিয়াসী চাতক পাখি হয়ে...
অজানা কোন চেতনস্পর্শে
মেঘের সাথে সাথে,
তোমার যাওয়ার দুঃখ বুকে সয়ে।
নিশ্চুপে কথার সুতো-বোনা
তোমার কাছেই শেখা,
নীরব কোন ভাবনার উন্মেষে...
আকাশনীলে মন হারিয়ে
আমার অপেক্ষা,
এ কথা শুধু তোমারই উদ্দেশে।









4 comments:
ব্লগটা বেশ সাজানো,
কবিতা গুলো গোছানো,
অনেক কিছুই জানেন,
অনিয়মিত ভাবে লেখেন।
bangla sahitto opor blog chomotkar bor obishoshio. valo lagacha ar agamita bod hoy aro balo lagba..
ডিয়ার মধুশ্রী,
আমি আপনার ব্লগে মাঝে মাঝেই এসে কবিতা পড়ে যাই |
ভালো লাগে |
আমরা আপনাকে আমাদের ওয়েবসাইটwww.milansagar.com এর "কবিদের সভার"(Pages of Poets) অন্তর্ভুক্ত করতে চাই |
যদি সম্মত হন তাহলে আমার এই ইমেলে যোগাযোগ করলে খুব খুশি হব - srimilansengupta@yahoo.co.in |
শুভেচ্ছান্তে
মিলন সেনগুপ্ত
https://befashionhouse.blogspot.com/
Post a Comment