Jun 18, 2007

অবনমন


স্বার্থের পথযাত্রী, মুখোশের সমাবেশে;
অনাবশ্যক প্রশ্ন, ভাবনা অর্থহীন...
ধাবিত প্রতিষ্ঠাকামী অজানিত উদ্দেশে,
শেষ আত্মসম্মান বিক্রীত পরাধীন।

অব্যক্ত আকাঙ্ক্ষার কুণ্ঠিত পদচারণা,
অপরিগ্রহ বিতাড়িত আত্মিক অবনমনে;
বিষবৃক্ষের অঙ্কুরে আজ, না-পাওয়ার যন্ত্রণা...
সঞ্চিত আশা-অবশেষ শুভচেতনার স্ফুরণে।

বাতিস্তম্ভের আলোয় নিশাচর-পাখা ঝলকিত,
ঘড়িকাঁটা চলে অবিরাম, জ্যোৎস্নার অনুসরণে;
আগত দিনের আশা দূর-দিগন্তে বিস্তৃত...
দিনবদলের পালা, সময়ের পরিবর্তনে।

যুগান্তের সহযাত্রীর অধিকার-প্রত্যাশা,
উষর-তৃষিত ওষ্ঠে অমৃত-আস্বাদ;
বঞ্চিত-প্রতিবাদী মনে অনুপ্রাণিত ভাষা,
অস্তিত্বের আদালতে স্বতন্ত্র ফরিয়াদ।

স্বপ্নের পরিদৃশ্যের সৌপ্তিক সীমানায়,
স্থিত বাস্তবতার পারিপার্শ্বিক বেদনা;
মেঘমল্লার-ধ্বনি মন্দ্রিত প্রাণবীণায়,
নিরাশার মাঝে জাগে মহাজীবনের কামনা।

আলোকবর্ষ দূরের সমাহিত নীহারিকায়,
মহাজাগতিক-উন্মেষ, অনন্ত চির-আদিম;
প্রাণসৃষ্টির মোহে ঐন্দ্রিক মাদকতায়...
সেই বাঁচার প্রেরণা নিয়ত অন্তরীণ।

3 comments:

Debosri Chatterjee said...

আপনার লেখা আগেও পড়েছি
আজ ও পড়ছি
এই লিঙ্ক এ এসে পড়তে খুব ভাল লাগে

Anonymous said...

Darun kobita pore,sotti bhalo laglo,
Thanks
http://www.kolkataways.com

Anonymous said...

Darun kobita pore,sotti bhalo laglo,
Thanks