Jun 23, 2007

ভূমিশোণিত



ক্ষেত-মাঠ-পুকুর ছাড়িয়ে কৃষক,
আগামী শ্রমিক জীবনে চলো;
মাটি ও ফসলের স্মৃতিবেদনাকে,
লড়াই হাতিয়ার করে তোল।

বিক্ষোভশাণিত ক্রুদ্ধকণ্ঠ,
হবে গণপ্রতিবাদে মুখর;
বন্ধ কারখানা, ভূমিহীন-দল...
গোপন অনাহারে জর্জ্জর।

শোষণ-বঞ্চনা, ছায়ানিরাশার...
প্রতিটি নীরব দুঃখ-পলে;
উদিত সংগ্রামীস্বপ্নেরা যেন,
শপথ সূর্য্যের তাপে জ্বলে।

বিশেষাঞ্চলে,... আর্থসামাজিক
স্বপ্নপূরণের দাবী রেখো;
শ্রেণীবন্ধু আজ ঘোষণাপত্র,
ভূমিজ শোণিতে রাঙিয়ে লেখো।


2 comments:

I said...

পশ্চিমবঙ্গ থেকে বাংলায় ব্লগিং করেন এরকম খুব কম কয়েকজন মানুষের মধ্যে আপনি একজন । আপনার আরো অনেক ভালো লেখার অপেক্ষায় থাকলাম ।

মধুশ্রী said...

আমার আন্তরিক ধন্যবাদ এবং প্রীতি-শুভেচ্ছা নেবেন।